করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ.হাসপাতালে চিকিৎসাধীন

সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে করোনা পরীার জন্য প্রবীণ এই আওয়ামী লীগ নেতার কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে রাত ১০টা ২০ মিনিটে ফৌজদারহাটের বিআইটিআইডি থেকে ইঞ্জিনিয়ার মোশাররফের শরীরে করোনাভাইরাসের জীবাণু থাকার বিষয়টি নিশ্চিত করা হয়।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মো. নূর খানও বিষয়টি নিশ্চিত করেছেন।

নূর খান জানান, করোনার জীবাণু শনাক্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পরপরই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে তার বাসা থেকে পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, শারীরিক অবস্থা স্বাভাবিক থাকলেও বয়সের কারণে রিস্ক জোনে থাকায় ঝুঁকি এড়াতে আমাকে অভিবাবক প্রিয় নেতাকে হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বয়স ৭৭ বছর।

প্রিয় নেতার সুস্থতা কামনায় আজ মিরসরাই উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও সকল ধর্মীয় উপসনালয়ে বিশেষ করা হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ