রাজধানীর উত্তরার জসীমউদ্দিন-আজমপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়কে বিক্ষোভ করছেন তারা। এতে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস রাবার বুলেট ছুঁড়ে। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
দক্ষিণখানের ইন্ট্রাকো ডিজাইন ও ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড দুই মাস ধরে বেতন দেয় না, ঈদ বোনাস দেয় নাই বিভিন্ন আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা কারখানার ভিতরে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছে। অবশেষে সোমবার (২৫ এপ্রিল) শ্রমিকরা ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে উত্তরাতে ঢাকা-ময়মনসিংহ সড়কে এসে বিক্ষোভ-অবরোধ করলে পুলিশ টিয়ার গ্যাস রাবার বুলেট ছুঁড়ে অর্ধশতাধিক শ্রমিককে আহত করেছে। আহত শ্রমিকরা মহিলা মেডিক্যাল ও বাংলাদেশ মেডিক্যালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার সময় শ্রমিকরা সড়ক অবরোধ করে। এসময় সড়কের দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে দুপুর ২টার সময় পুলিশ টিয়ার গ্যাস রাবার বুলেট ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকরা জানায়, ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড এবং ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বলেন, তাদের গার্মেন্টস দুইটি একই মালিকের। তাদের কারও ২ মাসের বেতন বকেয়া, কারও ৩ মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস পাওনা।
সোহরাব হোসেন
উত্তরা প্রতিনিধি