প্রেস বিজ্ঞপ্তীর খবর:২১জানুয়ারী
চট্টগ্রাম মহানগরীর জাতীয় পার্টি ইপিজেড থানা কমিটির উদ্যোগে জাতীয় পাটির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা ,জনবন্ধু গেলামা মোহাম্মদ কাদের (জিএম কাদের)এমপি,সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক মহানগর সভাপতি ও সংসদ সদস্য মাহজাবীন মোরশেদ এমপি এর’আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ২১জানুয়ারী শুক্রবার বিকেলে বন্দরটিলাস্থ অস্থায়ী কার্যালয়ে ইপিজেড থানা জাতীয় পার্টির সভাপতি মোঃ বিল্লাল হোসেন(বেলাল) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ।
দোয়া ওমিলাদ মাহফিল সভায় প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মোঃ আনিসুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন-নগর সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান পল্টু, বিশেষ অতিথি-সহ-সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন জ্যাকি, নগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা,শ্রমিক পাটি সভাপতি মোঃ জসিমউদ্দিন, সাঃসম্পাদক দ্বীন মোঃ দিলু।
এতে আরো উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি ইপিজেড থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শওকত আলী খান বাদল,মোঃ জাহিদ হোসেন, মোঃ কামাল, মোঃহান্নান, মোশারফ হোসেন,আবু সালেহ, প্রমুখ।
বক্তারা সবাই, জাতীয় পাটির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা ,জনবন্ধু গেলামা মোহাম্মদ কাদের (জিএম কাদের)এমপি র আশু রোগমুক্তি কামনা সহ তৃণমূলে সকল নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া কামনা করেন এবং দল কে আরো সু-সংগঠিত করতে বিশেষ ভাবে অনুরোধ জানান।
পরিশেষে বিশেষ মুনাজাত কামনা করে (জিএম কাদের)ও তাঁর পরিবারের আশু রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।