ইপিজেড থানায় বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তীঃ৩১আগস্ট

চট্টগ্রাম সিএমপির ইপিজেড থানা অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া বদলির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন  মুক্তিযোদ্ধা ,সাবেক ৩৯ নং ওয়ার্ড আঃলীগের  সভাপতি ,বর্তমানে ইপিজেড থানা আওয়ামী লীগের   আহবায়ক    হাজ্বী হারুনুর রশিদ হারুন।গত ২৯ আগস্ট বিকেলে থানা প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়।

এসময় বিদায়ী ওসি উৎপল বড়ুয়া এবং নবাগত ওসি মোঃ কবিরুল ইসলাম আবেগঘন বক্তব্য রাখেন।  অনুষ্ঠান স্থলে অনেকটাই নিরবতা নেমে আসে । বিশেষ করে ওসি  উৎপল বড়ুয়ার বিদায়ে এলাকার মানুষ গন খুবই দুঃখ প্রকাশ করেছেন । তিনি ঢাকাস্থ ডিএমপিতে যোগদান করবেন বলে জানাই।

শেষে অতিথিরা নবাগত ওসি কবিরুল কে ফুল ওক্রেস্ট  এবং বিদায়ী ওসি উৎপল কে ফুল-ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ