নিজস্ব প্রতিবেদকঃ১৯সেপ্টেম্বর
আবারও টানা বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বানিজ্যিক রাজধানী খ্যাত চট্টলা । রবিবার, ১৯ সেপ্টেম্বর সকালে নগরীর ফ্রিপোট মোড়ে এক প্রবীন লোক এভাবে বল্লেন,আবারো ডুইব্যে আরার চাটগাঁ.. দুঃখত পইজ্জে লোকজন….!
চট্টগ্রামে রাত থেকে অবিরাম বৃষ্টিতে নিম্নাঞ্চলে প্রায় ডুবে গেছে । এতে ২নং গেট, মুরাদপুর, , প্রবর্তক, চকবাজার কাতালগঞ্জ, বানিজ্যিক এলাকা আগ্রাবাদ , হালিশহর, ডিসি রোড , বন্দর নিচু এলাকা, ইপিজেড ওপতেঙ্গা এলাকার নিচু নিম্নাঞ্চলে পানি জমে গেছে। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বিস্তারিত খবর আসছে………………