আন্তর্জাতিক বন্ধু দিবস আজ

ডেস্ক রিপোটঃ০১আগষ্ট(রোববার)

‘বন্ধু’ ছোট, কিন্তু এরশব্দটি গভীরতা অনেক। বন্ধুত্বের ব্যাপ্তি সীমাহীন। আজ আগস্টের প্রথম রবিবার। আন্তর্জাতিক বন্ধু দিবস। তবে বন্ধুত্বের জন্য কোনো নির্দিষ্ট দিনক্ষণ লাগে না। বন্ধুত্বের কোনো বয়সসীমা নেই।

সমবয়সীরাও যেমন বন্ধু হতে পারে, তেমনি বয়সে ছোট-বড়রাও বন্ধু হতে পারে। মনের মিল হলেই বন্ধু হওয়া যায়। মানুষ যুগে যুগেই বন্ধুত্বকে উদযাপন করেছে। কিন্তু বন্ধু দিবস কীভাবে এল? অনেকে মনে করেন, বন্ধু দিবসের প্রচলন শুরু বিভিন্ন কার্ড তৈরির প্রতিষ্ঠানের হাত ধরে। যেমন কার্ড বিক্রেতা প্রতিষ্ঠান হল মার্কের প্রতিষ্ঠাতা জয়েস হল। ১৯১৯ সালে তিনিই আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস পালনের প্রস্তাব করেছিলেন।

এই দিনে বন্ধু দিবস আনুষ্ঠানিকভাবে পালন শুরু হয় যুক্তরাষ্ট্রে, ১৯৩৫ সালে। তারপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ দিবসটি সাদরে গ্রহণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমাদের দেশেও গত কয়েক বছরে বন্ধু দিবস জনপ্রিয়তা অর্জন করেছে।

জাতিসংঘ ২০১১ সালে সাধারণ অধিবেশনে ৩০ জুলাই দিনটি আন্তর্জাতিক বন্ধু দিবস ঘোষণা করে। তবে যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস ধরে নেওয়া হয়।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ