পটিয়া প্রতিনিধি:০৬সেপ্টেম্বর
০৬ সেপ্টেম্বর,সোমবার মহান ২২ ভাদ্র সোমবার পটিয়া হাইদগাঁও মুজিবনগরস্থ সাতগাছিয়া দরবার শরিফে শাহান শাহ্ আলহাজ্ব মাওলানা শাহ্সুফি সৈয়দ শেখ আবু মোহাম্মদ আরেফ বিল্লাহ্ সুলতানপুরী (কঃ) এর বার্ষিক ওরশ শরিফ মহা সমারোহে অনুষ্ঠিত হবে।
এতে ছদরত করবেন সাতগাছিয়া দরবার শরিফের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহ্সুফি মাওলানা শেখ সৈয়দ ফরমান উল্লাহ্ সুলতানপুরী (মাঃজিঃআঃ)।
উক্ত ওরশ শরিফে জাতি, ধর্ম, বর্ণ নিবিশেষে সকলকে দাওয়াত প্রদান করেছেন অত্র ট্রাস্টের চেয়ারম্যান নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ হুজ্জাতুল মুব্বাল্লিগ সুলতানপুরী (মাঃজিঃআঃ)।