ডেস্ক নিউজঃ২৩সেপ্টেম্বর
দেশে করোনা পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে। দ্বিতীয় দিনের মতো শনাক্তের হার ৫ শতাংশের নিচে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৪ দশমিক ৭৯ শতাংশ।
আগের দিন ১ হাজার ৫৬২ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন। ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪২৭ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হলেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় জুন থেকে রোগীর সংখ্যা হুহু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
স্বাস্থ্য অধিপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৭ ও নারী ১৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৩০, বেসরকারি হাসপাতালে পাঁচ ও বাসায় মারা যান একজন। মারা যাওয়াদের মধ্যে অর্ধেকেই ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।