আওড়াখালী বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মাহবুব আলম শাহীন, সম্পাদক নাজিমউদ্দিন খোকা
তৈয়বুর রহমান ঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আওড়াখালী বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২৮ জানুয়ারী শনিবার উৎসব মুখর পরিবেশে জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রায় অর্ধশত বছরের পুরোনো আওড়াখালী বাজারে ভিন্ন এক উচ্ছ্বাস দেখা গেছে।
এ যেন সংসদ নির্বাচনকেও হার মানিয়ে দিয়েছে। নির্বাচনে মাহবুব আলম শাহীন দর্জি (ছাতা প্রতীকে) ২৫৮ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হন। তার প্রতিদ্বন্ধি আলমগীর হোসেন (চেয়ার প্রতীকে) ১৮৮ ভোট পেয়েছেন। নাজিম উদ্দিন খোকা (দোয়াত কলম প্রতীকে) ২৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
তার প্রতিদ্বন্ধি গোলজার হোসেন (হাস প্রতীকে) ১৬২ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে কামাল হোসেন ভুইয়া, সহ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধক্ষ্য মোমেন পালোয়া, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ জাকির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফজুর রহমান, দপ্তর আওলাদ হোসেন, প্রচার সিরাজুল ইসলাম খোকা, সদস্য-নজরুল ইসলাম, সোলাইমান আকন্দ, ময়জদ্দিন, মনির হোসেন বিজয়ী হয়েছেন।
সকাল ৯ টায় ইউপি চেয়ারম্যান ও আওড়াখালী বাজার ব্যবসায়ী গাজী সারওয়ার হোসেন ভোট প্রদানের মধ্যে দিয়ে শুরু হয় ভোট গ্রহণ এবং বিরতিহীন ভাবে বিকেলে ৪ টা পর্যন্ত চলে। নির্বাচনে ১৪ টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। মোট ভোটার ৪৫৩ জন। যার মধ্যে পুরুষ ৪৪৬ এবং মহিলা ৭ জন।
তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৪৬ জন। কেন্দ্র সংখ্যা ১, বুথের সংখ্যা ৩টি। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ১৪ জন, একজন প্রিজাইটিং অফিসার ও ৯ জন সহকারী প্রিজাইটিং অফিসার রয়েছেন। এ নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন নরুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ চন্দ্র শীল।
ভোট গণনা শেষে বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার গাজী সারোয়ার হোসেন ও সদস্য সচিব মবিন খান উজ্জল রাত ৯ টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার গাজী সারোয়ার হোসেন, সদস্য সচিব মবিন খান উজ্জ্বল ও প্রিসাইডিং অফিসার আশুতোষ চন্দ্র শীল বলেন, অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে আওড়াখালী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটাররা তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে।