আজকের সত্য সংবাদঃ বাবলা চট্টগ্রাম নগরীর ৩৮নং মধ্যম হালিশহর ওয়ার্ডে ৮টি রোডের উন্নয়ন কাজের উদ্বোধন করছেন কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী।
এসময় কাউন্সিলর পরিষদের সদ স্য, চসিক কর্মকর্তা, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় ধুমপাড়া হাজি আবুল বশর রোডের কোদাল দিয়ে মাটি কেটে এবং বিশেষ দোয়া মাহফিল করে বিশাল বাজেটের কাজটি উদ্বোধন করেন কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী।
উনয়ন কর্মসূচিতে-ধুমপাড়া আবুল বশর রোড, ইপিজেড পকেট গেইট(৩৮ন ওয়ার্ড)আ”বশর সড়ক পর্যন্ত,নীলাচল আ/এ রোড, ধমুপাড়া(সাগর পাড় রো) মহিদুল মাওলা রোড,সিরাজ পোস্ট মাস্টার রোড,আব্দুল গনি মাস্টারের রোড এবং মেহের আফজাল স্কুল সংলগ্ন মালুম বাড়ী বাইলেন রোড১ ও২এর উন্নয়ন কাজ।
মহতী এই কর্মসূচিতে কাউন্সিলর গোলাম মোহাম্মদের সাথে আরো যারা উপস্থিত ছিলেন-উপদেষ্টা মনজুর কাদের,আব্দুল হাকিম মেম্বার,ইসহাক মেম্বার.কামাল উদ্দিন মেম্বার,মো” জহুর মেম্বার,আ্ইন উদ্দিন টিপু মেম্বার,জামাল উদ্দিন,সালাউদ্দিন বাদশা,সফিউল আলম বাদশা মেম্বার, মোজাম্মেল হক,হাজী কামরুল হুদা, মো”ইমতিয়াজ মেম্বার,আজিম উদ্দিন, নুরুল কবির বাবুল চৌধুরী মেম্বার,বাচ্চু,ফারুক, ইলিয়াছ,মুক্তিযোদ্ধা মো” ইউসুপ,মুজিবুল হক এবং সেকান্দর মেম্বার উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ধুমপাড়া জামে মসজিদের ইমাম সাহেব বিশেষ মোনাজাত করে প্রকল্প সমূহের কাজ দ্রুত শেষ করতে দোয়া কামনা ওসহাযোতিা কামনা করেন।