সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর বনানী থানাধীন চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ফয়সাল আহমেদ (২৬) নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাউয়ুম জানান, বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় মোটরসাইকেলকে একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ফয়সাল ঘটনাস্থলে মারা যান। তার কাছে থাকা কাগজপত্র দেখে নাম পরিচয় জানা যায়।

তিনি আরও জানান, ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ছিলেন।

সে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আবুল হোসেনের ছেলে। বর্তমানে মিরপুর পীরের বাগ এলাকায় থাকতেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ