চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর সাবেক চেয়ারম্যান ও ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুচ ছালামসহ তার পরিবারের অন্তত ১৮ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১২টার পর ছালামের ছোট ভাই এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। বাসার সবার করোনা পজিটিভ উল্লেখ করে নজরুল জানান,
তাদের মা, মেজভাই ওয়েল গ্রুপ চেয়ারম্যান সৈয়দ নুরুল ইসলাম ও ছোটভাই ওয়েল গ্রুপ পরিচালক সৈয়দ তারেকুল ইসলামের স্ত্রীকে বৃহস্পতিবার রাতেই নগরের ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে
আবদুচ ছালামের বাড়ি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায়। তিনি চট্টগ্রামভিত্তিক ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। দীর্ঘ এক দশক সিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন