ডেস্ক নিউজঃ১০জুলাই
সাবেক প্যানেল মেয়র ও দেওয়ান বাজার ওয়ার্ড এর কাউন্সিলর হাছান মাহমুদ হাসনী কে প্রাণনাশের হুমকি ও অশ্লীল ভাষায় গালাগালাজের প্রতিবাদে কাজেম আলী বাই লেইন ও ফতে আলি মহল্লা কমিটির উদ্যোগে মানববন্ধন ।
আজ শনিবার বিকেলে কাজেম আলী বাই লেইন ও ফতে আলি মহল্লা কমিটির উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বলে এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেন আয়োজকরা।