সাগর পাড় বাজার উদ্বোধনে- খোরশেদ আলম সুজন ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী
বাজারে ন্যায্য মূল্য সেবা নিশ্চিত করে পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে। শুক্রবার ১ সেপ্টেম্বর নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের ধুমপাড়া এলাকায় পকেট গেট সংলগ্ন সাগর পাড় বাজার উদ্বোধনের প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন এ কথা বলেন।
দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াসার পানির সংকট রয়েছে। অনুষ্ঠানস্থল থেকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম ওয়াসার চিপ ইঞ্জিনিয়ার কে ফোন দিয়ে সপ্তাহের তিন দিন পানির সরবরাহের ব্যবস্থা ও নিশ্চিত করেন ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম হাসান মুরাদ।
বাজার কমিটির পরিচালক সাহেদ বশরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোরশেদ আলম, ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আবু নাসের, দপ্তর সম্পাদক নুরুল হুদা ও ধুমপাড়া আবাসিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক আলী আহসান।
উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম মেম্বার, ফোরজুয়েল ইস্টিবিউটার পরিচালক হাজী আক্তার শরীফ,বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ কামরুল হোসেন,ধুমপাড়া আবাসিক উন্নয়ন কমিটির সভাপতি আমিন সওদাগর, বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল করিম,
বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, ধুমপাড়া আবাসিক উন্নয়ন কমিটির সহ- সভাপতি ওয়াহিদ জিয়া, ইসহাক মেম্বার, মোজাম্মেল হক মেম্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা এম এ হান্নান রুবেল, ধুমপাড়া দোকান মালিক সমিতির উপদেষ্টা আলী আকবর, বাজার পরিচালনা কমিটির সদস্য,মোরশেদ আলী আকবর মোঃ শাহাবুদ্দিন বাঘা,মোঃ মনির হোসেন,মোহাম্মদ লিয়াকত
মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আজাদ, মোঃ মনজুর আলম,মোহাম্মদ নাসের মিয়া, নুরুল ইসলাম লেদু, মোহাম্মদ নাবেদ, মোঃ আব্দুল আজিজ প্রমূখ।
আলী হোসেন নামে একজন ক্রেতা বলেন অন্যান্য বাজারের তুলনায়,মাছ, মাংস, শাকসবজি এই বাজারে তুলনামূলকভাবে কম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বে গতিতে কম দামে মানুষের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পেরে খুশি।
এই বাজারের বৈশিষ্ট্য হচ্ছে দোকান মালিকদের থেকে নেওয়া হয়নি কোন ধরনের অগ্রিম টাকা। ১০০ টাকার পণ্য ক্রয় করলে ফ্রিতে ক্রেতাদেরকে একটি করে কুপন দেওয়া হচ্ছে। ওই কুপনে লটারিরতে মিলবে বিভিন্ন প্রকার পুরস্কার।
এভাবে চলবে তিন মাস পর্যন্ত, বাজার জমে উঠলে পরিষ্কার পরিচ্ছন্ন ও ইলেকট্রিক বিল ও বাজার ব্যবস্থাপনার জন্য নামমাত্র কিছু টাকা নিয়েই বাজার পরিচালনা করবেন বলে জানান পরিচালক শাহেদ বশর।