বিশেষ প্রতিবেদকঃ০৫জুলাই
বন্দরনগরী চট্টগ্রামের সল্টগোলা রেল ক্রসিং এলাকায় প্রতিনিয়ত ঘটছে রেল দূর্ঘটনা…!আজ সোমবার দুপুরে মালবাহি রেল বন্দরের কার্গোভ্যান(B,Two.Carrier)কে পিছনে স্ব-জোরে আঘাত করে । কার্গোভ্যাননং ঢাকামেট্টো ট-০ /১৪৯১।
ঘটনাস্থলে বন্দর থানার কর্তব্যরত পুলিশ অফিসার থাকলেও তিনি গাড়ি নিয়ন্ত্রণ করতে না পারায় মালবাহি রেল অনেক দূর থেকে সিগনাল দিয়ে রেল লাইন থেকে ঐ কার্গোভ্যান সঠিক সময়ে সরাতে পারেন নি।
ফলে দ্রুতগতিতে এগিয়ে আসা রেল মূল সড়কের মাঝে স্বজোরে কার্গোভ্যান কে আঘাত করে বন্দরের ০৫নং জিটিতে(এমপিভি-সিসিএল)প্রবেশ করেন।কিছু সময় পরে রেলের সুকানী ঐগাড়ীর ড্রাইভার ও হেলপার কে তিরস্কার করেন।
পরে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ ও বন্দরের নিয়মিত আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিষয়টি মিমাংসা করেন। এদিকে গত ৪/৫দিনে একই স্থানে ৩-৪টি রেল-গাড়ী দূর্ঘটনায় জনসাধানের মাঝে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
বিষয়টির কারণে এই এলাকার দুটি সড়কে প্রতিনিয়তই যানযট সহ করোনাতে যাতায়াতরত শ্রমজীবি ও পথচারীদের জনভুগান্তি চরমে উঠছে। রেল কতৃপক্ষের কেউ এই বিষয়ে গণমাধ্যম/ সংবাদ পত্রের লোকদের সাথে কথা বলতে চাইছে না।