নিজস্ব প্রতিবেদকঃ০২জুলাই
বন্দর নগরীর চট্টগ্রামে জনসাধারণের মাঝে “করোনাভাইরাস” সংক্রমণ রোধে সরকারীভাবে সার্বিক কার্যক্রম ও চলাচলে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর ভূমিকা পালন করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগ সমন্বিতভাবে এই কার্যক্রম পরিচালনা করছে।
গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা হতে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সপ্তাহব্যাপী এই বিধিনিষেধ কার্যকর থাকবে।নগরীর জনসাধারণকে এসময় জরুরী প্রয়োজন ব্যতিত ঘরের বাইরে চলাফেরায় নিরুৎসাহিত করা হয়েছে।
বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে আইনগত ব্যবস্থা। এই বিধিনিষেধ অমান্যকরলে জেল-জরিমানা সহ আরো কঠোর আইনী শাস্তি দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সিএমপি পুলিশ টিম মাঠে কাজ করে যাচ্ছে।
পাশাপাশি-র্যাব,সেনা ওআনসার ব্যাটিলিয়ান সদস্যরা সহায়তা করছেন বলে সিএমপি সূত্রে জানায়।
সূত্রে আরো জানান, নগরীর ৭টি স্পটে চেকপোষ্ট বসানো হয়েছে। আগ্রাবাদ, কাস্টম-নিমতলা বিশ্বরোড, স্টলগোলা রেল, ক্রসিং,সিমেন্ট ক্রসিং সিইপিজেড মোড়,কাটগড় মোড়, টাইগারপাস মোড সহ অন্যান্য সংযোগ মুখে সিএমপির অভিযান অব্যাহেত থাকবে।