রূপগঞ্জের সেজান জুস ফ্যাক্টুরীতে ভয়াবহ অগ্নিকান্ডে এই পর্যন্ত ৫২জনের মৃত দেহ উদ্ধার

বিশেষ প্রতিবেদনঃ০৯জুলাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে কারখানায় গতকাল আগুন লেগেছিল, সেখানে অন্তত ৫২ জন মারা গেছে বলে বাংলাদেশ ফায়ার সার্ভিস আজ শুক্রবার জানিয়েছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশিষ বর্ধন ঘটনাস্থল থেকে দুপুর দেড়টা নাগাদ জানান, “অন্তত ৪৯টি মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে।”

তিনি জানান, ঘটনাস্থলে এখনও( বিকেল সাড়ে ৪টা( পর্যন্ত উদ্ধারকাজ চলছে বলে জানায়।

ঘটনাস্থলে থাকা রূপগঞ্জ থানার একজন পুলিশ সদস্য সূত্রে জানা গেছে  যে ,ওই কারখানায় কাজ করতেন, এমন অনেকের স্বজনেরা  ঘটনাস্থলে ভিড় করেছেন।রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় একটি ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরির ভবনে বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে আগুন লাগে।

আগুন লাগার পর সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে বলা হয়েছিল যে আগুনের ঘটনার পর তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে সর্বশেষ খবর অনুয়ায়ী ৫২জনের মৃত দেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে লাশ। ভবনের ৪,৫ ও৬ষ্ট তলায় আগুন নিয়ন্ত্রন না আসাতে সব খবর জানাতে আমরা পারছি না ।

বিস্তারিত খবর আরো আসছে

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ