‘রইদ’ নামের সিনেমার জন্য সরকারী অনুদান পেয়েছেন জয়া

ডেস্ক নিউজঃ২৭জুন

জয়া আহসানের ভক্ত আট থেকে আশি-সব বয়সী দর্শক। নানামাত্রিক অভিনেত্রী তিনি। শুধু অভিনয় নয়, জয়ার সৌন্দর্য, ব্যক্তিত্ব মুগ্ধ করে দর্শককে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচিত হন এই তারকা। তিনি বাংলাদেশকে বিশে^র দরবারে গৌরবের সঙ্গে তুলে ধরেছেন।

পেয়েছেন মাদ্রিদ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার, একাধিকবার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ভারতের স্বনামধন্য ফিল্মফেয়ার পুরস্কার, জি সিনে অ্যাওয়ার্ড, সেরা বাঙালি পুরস্কার, ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড, আমেরিকায় বাংলা সিনেমা পুরস্কারসহ অনেক সম্মাননা।

শুধু সাধারণ মানুষ নয়, শোবিজ অঙ্গনের তারকারাও তার ভক্ত। তার কাজ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। সম্প্রতি সরকারি অনুদানের সিনেমার তালিকায় প্রযোজক হিসেবে রয়েছে জয়া আহসানের নামও। তিনি ‘রইদ’ নামের একটি সিনেমার জন্য অনুদান পেয়েছেন। এটি নির্মাণ করবেন মেধাবী নির্মাতা মেজবাউর রহমান সুমন।

এর আগেও জয়া হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই সিনেমাটি নির্মাণ করে শুধু মুক্তিই দেননি। সে বছরের সফল সিনেমার একটি ছিল এটি।

তাই জয়া প্রযোজিত দ্বিতীয় সিনেমাটি নিয়েও আশাবাদী সিনেমাপ্রেমীরা। 

 

 

 

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ