মুন্সিগঞ্জের সিরাজদিখানে অটো রিকশাচালক ক্লুলেস হত্যা মামলার তিনজন আসামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও আলামত উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান ওসি মুজাহিদুল ইসলাম। এ সময় সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত। গত ২ অক্টোবর সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে জেলার সিরাজদিখান থানার বালুচর ইউনিয়নের খাসকান্দি রেলওয়ে রাস্তা সংলগ্ন পানিতে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ পাওয়া যায়।
মৃতদেহটি মোঃ নেকবর হোসেনের তার বয়স ২২ বছর। সে সিরাজদিখান উপজেলার চর গুলগুলিয়া গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে এবং সে কোরআনে হাফেজ ছিলেন। পুলিশ জানায় তার মামা মোহাম্মদ জাবেদ (৩৭) সে চর গুলগুলিয়া গ্রামের মৃত আরাফাত আলীর ছেলে। সে তার আপন ভাগিনাকে অটো রিক্সা ছিনতাই করার উদ্দেশ্যে খুন করে। খুন করার সময় তাকে সহযোগিতা করে তারই পাশের বাড়ি মো. রেজাউল, সে চর গুল গুলিয়া গ্রামে ভাড়া বাড়িতে থাকতো, তার পিতার নাম আলী আকবর। এবং অটো রিক্সাটি ৩৫ হাজার টাকায় একই উপজেলার কৃষ্ণনগর গ্রামে মৃত নুর ইসলামের ছেলে মোঃ শাহজালাল এর নিকট বিক্রি করেছিল। প্রযুক্তি ব্যবহার করে পুলিশের একটি টিম তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের দেওয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত রসি ও অটো রিকসার বিভিন্ন পার্ট উদ্দার করে। সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা রুজু হয়। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। কপি নবচেতনা