মাবিয়া গ্রুপ,শাহেদ চৌধুরী এন্টারপ্রাইজ চেয়ারম্যান রিজাল ফার্মহাউস পক্ষ থেকে অসহায়দের মাঝে কোরবানির,পশু ঈদ সামগ্রী বিতরণ

আজকের সত্য সংবাদঃ আলামিন রিফাত,, মাবিয়া গ্রুপ,শাহেদ চৌধুরী এন্টারপ্রাইজ চেয়ারম্যান রিজাল ফার্মহাউস পক্ষ থেকে অসহায়দের মাঝে কোরবানির,পশু ঈদ সামগ্রী বিতরণ
চট্টগ্রাম নগরীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাবিয়া গ্রুপ ও শাহেদ চৌধুরী এন্টারপ্রাইজ চেয়ারম্যান কর্তৃক রিজাল ফার্মহাউস পক্ষ থেকে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কোরবানির পশু ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত
আজ ২৬ শে জুন সোমবার বিকেল ৫ ঘটিকার সময় বন্দর পতেঙ্গার ঐতিহ্যবাহী ওয়াশিল চৌধুরীর বাড়ির উত্তরসূরী বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মরহুম হাজী আব্দুল মান্নান চৌধুরীর বড় ছেলে ব্যবসায়ী ও সমাজ সেবক শিল্পপতি মাবিয়া গ্রুপের চেয়ারম্যান এবং শাহেদ চৌধুরী এন্টারপ্রাইজ প্রোপাইটর জনাব শাহেদ চৌধুরী (রবিন) নগরীর উত্তর পতেঙ্গার চরপাড়া নিজস্ব রিজাল ফার্ম হাউস থেকে হত দরীদ্রের মাঝে এই কোরবানির পশু ছাগল ও ঈদ সমগ্রী বিতরণ করে।
কোরবানির পশু বিতরণ কালে সাংবাদিকদের শাহেদ চৌধুরী রবিন বলেন, আমার মরহুম বাবা মান্নান চৌধুরীও গরীব ও অসহায় লোকজনদের ভালো বাসতেন এবং যে কোন সংকটময় মুহূর্তে তাদের প্রতি সাহায্যর হাত বাড়িয়ে দিতেন। তাই আমিও বাবা পথ অনুসরন করে সব সময় দরীদ্র ও অসহায় গরীব মেহনতিমানুষ এবং শ্রমিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।
তিনি আরও বলেন , এবার সংকীর্ণ ভাবে পশু ও ঈদ সামগ্রী বিতরণ করলেও আগামী দিনে বন্দর পতেঙ্গায় আরো ব্যাপক আকারে সমাজের অবহেলিত দরীদ্র জনগোষ্ঠীর মাঝে পশু সহ ঈদ সামগ্রী বিতরণ করার ইচ্ছা আছে। যাতে তারা নিজের পায়ে দাড়াতে পারে এবং নিজেদেরকে আত্ম নির্ভরশীল ভাবে গড়ে তুলতে পারে।
শুধু ঈদ কেন? যে কোন সময় সমাজের অবহেলিত গরীব ও সাধারণ মানুষের সুখ দুঃখের সাথে আমি আছি সবসময় থাকবো ইনশাআল্লাহ।  বিভিন্ন বক্তব্য মরহুম আবদুল মান্নান চৌধুরীকে স্বরন করে বলেন তিনি একজন সফল ব্যবসায়ী ও সমাজ সেবক, তাহার অবদান ভুলার মতো নয়।
তাহার মতো একজন উদার মনের সুযোগ্য সন্তান৷ শাহেদ চৌধুরী রবিনকে আমাদের মাঝে রেখে গেছেন আমরা গর্বিত।
আরো উপস্থিত ছিলেন শাহেদ চৌধুরী রবিন শাহরিয়া চৌধরী রাহাত ( ছোট ভাই ) মুসতায়ান চৌধুরী রিজাল ( রবিন ছেলে) মিসেস লিপি আক্তার ( মা) আশিয়ানা সামিয়া ( রবিন স্ত্রী ) ফাইজা রহমান ( রাহাত স্ত্রী )

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ