বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে দলটি।
গণতান্ত্রিক ফ্রন্টের অভিযোগ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকের নির্দেশে বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হয়েছে। গ্যাস, বিদ্যুৎ, গাড়ি ও বাড়ি ভাড়া বৃদ্ধিসহ নগরজীবনের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে।
বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী। নিম্নআয়ের মানুষের পক্ষে এখনই যা ক্রয়ের বাইরে। এই অবস্থায় বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হলো। ইতোমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। দেশের জনগণের কথা চিন্তা না করে বিদেশি সংস্থার নির্দেশে সরকার এসব করছে।