বনিজ্য ডেস্কঃ৩০আগস্ট
ওয়ান স্টপ সার্ভিসের মাধ ̈মে পাওয়া যাবে চেম্বারের সদস ̈ এবং সি.ও সেবাবাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কত..র্.পক্ষ (বিডা) ও দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিধ (সিসিসিআই)’র মধে ̈ ওয়ান স্টপ সার্ভিস ইন্টিগ্রেশনের লক্ষে ̈ সমঝোতা স্মারক সাক্ষর ২৯ আগস্ট সকালে জুম কনফারেন্সএর মাধ ̈মে অনুষ্ঠিত হয়।
এই সমঝোতার আওতায় চিটাগাং চেম্বারের মেম্বারশীপ প্রদান, নবায়ন,সার্টিফিকেট অব অরিজিন ইসু ̈ করা ইত্যাদি সেবা এ পোর্টালের মাধ ̈মে প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধানঅতিথি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃ পক্ষ’র নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, চিটাগাং চেম্বারসভাপতি মাহবুবুল আলম, বিডার নির্বাহী সদস ̈ মোহসিনা ইয়াসমিন, মহাপরিচালক নিখিল কুমার দাস, পরিচালক জীবন ক…ষ্ণ সাহা রায় ও বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা ব৩ব ̈ রাখেন।
অন্যান্য ̈দের মধে ̈চিটাগাং চেম্বার পরিচালকবৃন্দ জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ,মোহাম্মদআদনানুল ইসলাম ও তানভীর মো ̄Íফা চৌধুরীসহ স্টেকহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময়চিটাগাং চেম্বারের পাশাপাশি বিডা একই উদ্দেশে ̈ ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি-ইস্টার্ন ব্যাংক লিঃ, স্ট্যান্টার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং ইসলামী ব্যাং ক বাংলাদেশ লিঃ’র সাথে ও
সমঝোতা স্মারক সাক্ষর করে।
প্রধান অতিথি বিডা’র নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম আজকের এই দিনটি বিডা’র জন ̈ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন-বিডা প্রথমে চিন্তা করেছিল এই সং ̄স্থা থেকে শুধুমাত্র সরকারি সংস্থার সেবা
প্রদান করা হবে। পরবর্তীতে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের বৃহত্তর পরিসরে সেবা প্রদানের উদ্দেশ ̈ নিয়ে
বেসরকারি খাতকেও সংযু৩ করে এর পরিষেবার আরো বাড়ানো হবে। তিনি আগামী দিনে আরো বেসরকারি
খাতের কিছু সেবা যু৩ করে সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিডা কত..র্.ক ব ̈বসার পরিবেশ
উন্নয়নে এর সমন্বিত প্ল ̈াটফর্ম তথা ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কার্যμমটি উল্লেখযোগ ̈ ভূমিকা পালন
করবে বলে আশাবাদ ব ̈৩ করেন।
বিডা’র নির্বাহী চেয়ারম্যানবিগত আড়াই বছরের আগে কাজ শুরু করেগত দেড় বছরে ২৪ হাজার অনুসন্ধানের জবাব দেয়া হয়েছে উল্লেখ করে বলেন-কিছু কিছু সংস্থা সমঝোতা করলেও এখনও সেবা পুরোপুরি বা ̄Íবায়ন করতে পারিনি। তিনি এসব চ্লেযাঞ্জ অতিক্রমকরে ইন্টিগ্রেশনের কাজটি দধুত করার জন ̈ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে দেশের অর্থনীতির চলমান অগ্রগতির কোন প্রμিয়ায় যাতে গলদ না থাকে এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযু৩ি
বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়’র সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ শুরু করেন।
তারইধারাবাহিকতায় বিডা বিনিয়োগকারীদের জন ̈ সব ধরণের সেবা অনলাইনে প্রদানের লক্ষে ̈ ওয়ান স্টপ
সার্ভিস চালু করেছে যার জন ̈ আমরা ব ̈বসায়ী সমাজের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ দাবী জানিয়ে আসছি।
সরকার সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছে যার মধে ̈ ৪টি চট্টগ্রামে অবি ̄’ত।
এসব অঞ্চলে অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করতে হবে এবং গ্যাস, বিদু ̈ৎ, পানি, পরিবেশ ছাড়পত্র ইত ̈াদি
ক্ষেত্রে ব ̈বসায়ীরা যেসব সমস ̈ার সম্মুখীন হয় তা সমাধানে কার্যকর ব ̈ব ̄’া গ্রহণ করতে হবে। বিডা
অনলাইন পোর্টালের মাধ ̈মে ওয়ান স্টপ সার্ভিস প্রদানে চেষ্টা করছে উল্লেখ করে তা সফল হবে বলে
চেম্বার সভাপতি আশা প্রকাশ করেন।