বিএনপি চৌদ্দগ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র  সভাপতি মো.  কামরুল হুদার   পক্ষে   উজিরপুর  ইউনিয়নের   বিভিন্ন   গ্রামের   বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।

সোমবার সকালে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উজিরপুর ইউনিয়ন বিএনপিরসিনিয়র   সহ-সভাপতি   আবদুল্লাহ   আল   মামুন

 

এমরানের   সভাপতিত্বে   ও   উপজেলা   ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মো. জোবায়েরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সহ-সভাপতি গোলাম ইসহাক, সিনিয়র যুগ্ম সম্পাদক জামাল উদ্দিনমামুন,   উজিরপুর   ইউনিয়ন   বিএনপির   সিনিয়র   যুগ্ম   সম্পাদক   ইব্রাহিম   খলিল,

 

যুগ্মসম্পাদক বাছেদ মেম্বার, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক   সাধারণ   সম্পাদক   খালেদ   সাইফুল্লাহ,   ইউনিয়ন   যুবদলের   সহ-সভাপতি   মোতাহেরহোসেন,   যুবদল   নেতা   নূর   মোহাম্মদ,   নুর   নবী,   মোঃ   শাহজাহান,   শহিদ,   জাফর,   টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উজিরপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও প্রবাসী ফোরামের   নেতাকর্মীরা   ইউনিয়নের   বিভিন্ন   গ্রামে   গিয়ে   অসহায়   পরিবারের   মাঝে   ত্রাণ সামগ্রী বিতরণ করে

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ