বিশেষ খবরঃ১০জুলাই
উঠানের এক পাশে চৌকির ওপর বাবার মরদেহ, অন্য পাশে জমির বাটোয়ারা নিয়ে সন্তানদের বৈঠক এক দুই ঘণ্টা না,এভাবে কেটে গেছে ২২ ঘণ্টা পরে চেয়ারম্যান এবং পুলিশ এসে দাফনের ব্যবস্থা করে
ঘটনাটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ পাঁচুরিয়ার অম্বলপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম ইয়াছিন মোল্লা (৮৫)।
পূর্বেই জমি সংক্রান্ত বিরোধের জেরে ইয়াছিন মোল্লার ৫ সন্তানের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই বাবার লাশ দাফন না করে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন এবং লকডাউনের পরে চেয়ারম্যান বাটোয়ারার দায়িত্ব নেয়ার শর্তে লাশ দাফন করা হয়।
আমরা সন্তানের চোখে পৃথিবী দেখার চেষ্টা করি। সন্তানের জন্যেই গড়ে তুলি নতুন পৃথিবী। সন্তানদের এই কীর্তি যদি দেখার সুযোগ কোন বাবা পেতেন, সেই বাবা তো আবার মরে যেতেন!!
জীবনভর যাদের জন্য করেছেন, তাদের কাছ থেকে এই প্রতিদান!
সূত্র: সাংবাদিক নাহিদা আকতার মুন্নি এর এফবি থেকে