বাদশা মিয়াকে চন্দনাইশে সংবর্ধনা সিআইপি মনোনীত হওয়ায়

বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সিআইপি মনোনীত হওয়ায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুজাফফরাবাদ রিয়াদ এন্ড ফরহাদ টাওয়ারের স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ বাদশা মিয়াকে রিয়াদ এন্ড ফরহাদ টাওয়ারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে রিয়াদ এন্ড ফরহাদ টাওয়ার প্রাঙ্গণে আলহাজ্ব আসহাব মিয়া কোম্পানির সভাপতিত্বে সাংবাদিক মোঃ নুুুুরুল আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী, কাঞ্চনাবাদ ইউ.পি চেয়ারম্যান মুজিবুর রহমান, গাছবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সাবেক ইউ.পি সদস্য আলী মেম্বার, প্রধান শিক্ষক জাকের হোসেন মাষ্টার, মাওলানা মাহমুদ উল্লাহ্, আবু তাহের, মোঃ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির  নুরুল আনোয়ার মাষ্টার, বিকাশ ধর, আব্দুর রাজ্জাক, ওমর ফারুক, জাহাঙ্গীর আলম, রফিক আহমেদ, জাকির হোসেন, বাবুল প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “দেশ স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধারা আর দেশকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন প্রবাসে থাকা রেমিটেন্স যোদ্ধারা। অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা।”

সংবর্ধিত অতিথি মোহাম্মদ বাদশা মিয়া বলেন, “ওমানে বসবাসরত আট লক্ষ বাংলাদেশির মধ্যে যে ১২ জন সিআইপি নির্বাচিত হয়েছেন তাদের একজন হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। হুন্ডি কিংবা অবৈধ পথে নয় ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান তিনি।

পরে আলহাজ্ব মোহাম্মদ বাদশা মিয়া, তাঁর সন্তান সাজ্জাদ হোসেন রিয়াদ ও শারমিন সুলতানা রিমা এবং তাঁর মাতা হাজ্বী রাবেয়া খাতুনকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ