ডেস্ক নিউজঃ০৬জুলাই
লকডাউনের পঞ্চম দিনে নগরীতে বিধি নিষেধ অমান্য করায় ৪৭ মামলায় ১৫ হাজার ২২০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৫ জুলাই) দিনব্যাপী জেলা প্রশাসনের দশজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন। এসময় ম্যাজিস্ট্রেটগণ সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করেন।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত নগরীর ডবলমুরিং ও বন্দর এলাকায় ৯টি মামলায় মোট ২৬০০ টাকা জরিমানা আদায় করেন। পাহাড়তলি ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান ২টি মামলায় ৩০০ টাকা জরিমানা আদায় করেন ।
অন্যদিকে ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক ৩ টি মামলায় ১৩০০ টাকা জরিমানা আদায় করেন। পাঁচলাইশ এলাকায় অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান ২ টি মামলায় ১০০০ টাকা জরিমানা আদায় করেন। বায়েজিদ ও খুলশী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ টি মামলায় ১৯২০ টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ পাচলাইশ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি মামলায় ২০০০ টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে সদরঘাট ও ডবলমুরিং এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা ৫টি মামলা দায়ের করে ২৪০০ টাকা জরিমানা আদায় করেন। চান্দগাঁও এলাকায় মোবাইল কোর্ট অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন ২টি মামলায় ১২০০ টাকা জরিমানা আদায় করেন।
পাশাপাশি খুলশী ও বায়েজিদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি মামলায় মোট ১০০ টাকা জরিমানা আদায় করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি মামলায় ১৭০০ টাকা জরিমানা আদায় করেন। চকবাজার ও বাকলিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ২ টি মামলায় ৪০০ টাকা জরিমানা আদায় করেন।