প্রেম গুঞ্জনের মুখোমুখি চিত্রনায়িকা দীঘি…………!

বিনোদন ডেস্কঃ০৬সেপ্টেম্বর

আবারো প্রেমবিষয়ক গুঞ্জনের মুখোমুখি হলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শোনা যাচ্ছে, ইউটিউবার তাওহীদ আফ্রিদির সঙ্গে নাকি প্রেম করছেন দীঘি। তারা কবে বিয়ে করবেন তা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল কাজ করছে। 

এ বিষয়ে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে দীঘি বলেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্কটা অন্যরকম। দুই বছর ধরে আফ্রিদি আমার ভালো বন্ধু।’

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই রোমান্টিক কবিতার লাইন পোস্ট করেন দীঘি। তার ভাষ্য, এগুলো আমার লেখা না, সংগৃহীত। কোনো কবিতা বা গানের লাইন ভালো লাগলে শেয়ার করি। আর প্রেম না, ক্যারিয়ার নিয়ে ভাবছি। বিয়েশাদি নিয়েও একদম ভাবছি না। অনেকেই লেখেন, আমি প্রেম করি। গুজব কান দেবেন না। প্রেমে জড়ালে আমার মুখ থেকেই শুনবেন।

গত বছর রুপালি জগতে পা রাখার পর পরই গুঞ্জন রটেছিল, দীঘি প্রেম করছেন। তবে সেবারও বিষয়টি অস্বীকার করেছিলেন নায়িকা।

দীঘি সম্প্রতি অভিনয় করেছেন একটি হিন্দি গানের ভিডিওতে। যেটা গেয়েছেন ন্যানসি।  এ ছাড়া ‘মুজিব ভাই’ একটি সিনেমায় যুক্ত হয়েছেন। এর আগে অবশ্য বঙ্গবন্ধুর বায়োপিক এবং তাকে নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় অভিনয় করেছেন দীঘি।

তথ্য সূত্র: যুগান্তর অনলাইন

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ