প্রতারণার ওষুধ ব্যবসায়ী আইয়ুব আলী‘র রিমান্ড মন্জুর :প্রচুর টাকা আত্মসাধের অভিযোগ

ভ্রাম্যমান সংবাদ দাতাঃ৩০জুন

প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া আইয়ুব আলী নামের এক প্রতারককে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী আসাদুজ্জামান খাঁন।

আইয়ুব আলী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দেওদিঘী মুছার বাড়ির আশরাফ আলীর ছেলে। সে চট্টগ্রাম সিটির বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো মিরপাড়া এলাকায় ‘ডায়মন্ড ফার্মেসি’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী।

এর আগে গত বুধবার (২৩ জুন) বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে আইয়ুব আলীকে আটক করেন নগর গোয়েন্দা পুলিশ। ওই দিনে তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন মোবাইলের যন্ত্রাংশের ব্যবসায়ী বখতিয়ার হোসেন। বৃহস্পতিবার (২৪ জুন) আইয়ুব আলীকে আদালতে হাজির করে জিজ্ঞাসবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সোমবার (২৮ জুন) শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভুক্তভোগী বখতিয়ার হোসেন জানান, প্রতারক আইয়ুব ওষুধের ব্যবসায়ে নাম করে বিভিন্ন সময় আমার কাছে বড় অংকের টাকা ধার নেয়। সে সব টাকা যথাসময়ে ফেরত দিয়েছিলেন। পরে ওষুধ ব্যবসায়ের প্রসারের কথা বলে লাভের ভিত্তিতে নভেম্বরে মাসে আমার কাছ থেকে ২০ লাখ টাকা নেন তিনি। পরে দফায় দফায় আরো টাকা নেন আইয়ুব। এ সংক্রান্ত লিখিত চুক্তিপত্রও হয়েছে। এরপর হঠাৎ করে আইয়ুব যোগাযোগ বন্ধ করে দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ছয়জন ব্যক্তির কাছ থেকে মোট দুই কোটি ৫৪ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন আইয়ুব আলী। এর মধ্যে নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকার রুহুল আমিন ম্যানশনের রেজাউল করিমের কাছ থেকে ১৩ লাখ ৩৫ হাজার টাকা ও তার ভাই মাছুম চৌধুরীর কাছ থেকে দশ লাখ টাকা আইয়ুব নিয়েছেন।

অভিযোগের সুষ্ঠু তদন্ত করার কথা আদালতকে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বায়েজিদ বোস্তামী থানার এসআই কাজী মোহাম্মদ তানভীরুল আজম।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ