পাকিস্তান বনাম ভারত যুব বিশ্বকাপের সেমিফাইনালে আজ মাঠে নামছে

আজ মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বনাম ভারত।  যুব বিশ্বকাপের সেমিফাইনালে আজ (৪ ফেব্রুয়ারী) পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামছে দুই দল।

গত বিশ্বকাপেও অষ্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের শিরোপা ঘরে নিয়েছিল ভারত। সেটি ছিল ভারতের চতুর্থ বিশ্বকাপ জয়। এবার পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত।

গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও নেপাল কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ভারত। যেখানে অষ্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠে ভারত।

অন্যদিকে বাংলাদেশের সাথের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় রান রেটে পিছিয়ে থেকে গ্রুপ পর্বে রানার্সআপ হয় পাকিস্তান। যেখানে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উঠে পাকিস্তান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ