দীর্ঘ এক দশক পর গতকাল বিকাল ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বক্তব্য দিতে ওঠে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাখো জনতার উদ্দেশ্যে বলেছেন, ‘আসসালামু আলাইকুম! অনরা ক্যান আছন? বেয়াগ্গুন গম আছন নি? তোঁয়ারার লাই আঁরতে পেট পুরের। ইতেল্লাই আই আইস্সিদি।’ এসময় জনসভাস্থল থেকে সমস্বরে নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীকে হাত তুলে সালাম জানিয়ে ‘গম আছি বলে’ জবাব দেন এবং প্রধানমন্ত্রী কেমন আছেন জানতে চান।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই চট্টগ্রামের সাথে আমার অনেক স্মৃতি। করোনার কারণে দীর্ঘদিন সমাবেশ করতে পারিনি। তাই আপনাদের কাছে ছুটে আসলাম। এই স্মৃতিময় চট্টগ্রামে আমরা বারবার ছুটে আসতাম। আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু যখন জেল থেকে মুক্তি পেতেন আমাদের চট্টগ্রামে বেড়াতে নিয়ে আসতেন। ৬১ সাল থেকে অনেকবার এসেছি। তাই চট্টগ্রামের কথা সবসময় মনে পড়ে।
এর আগে বিকেল ৩টা ৭ মিনিটের দিকে হাজার হাজার নেতাকর্মীর অপেক্ষার প্রহর শেষে পলোগ্রাউন্ডের জনসভায় এসে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে ফুল ও করতালির মধ্য দিয়ে বরণ করে নেন দলের নেতাকর্মীরা।
পলোগ্রাউন্ডের জনসভার জনসমুদ্রে চট্টগ্রামবাসীর আছে আবারও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কাছ থেকে শুধু একটা ওয়াদা চাই, নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা জনগণের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে ওয়াদা চাই, আগামী নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সেবা করার সুযোগ দেবেন কিনা। আপনারা হাত তুলে ওয়াদা করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে উচ্চস্বরে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করেন।
বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বিএনপির দুই গুণ, ভোট চুরি আর মানুষ খুন। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে যাবে না। ২০১৩ থেকে শুরু করল অগ্নিসন্ত্রাস। লঞ্চ-ট্রেন-রাস্তায় আগুন। গাছ কেটে ফেলছে। চারিদিকে শুধু অগ্নিসন্ত্রাস। যাদের মধ্যে মনুষত্ব আছে তারা কী এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে? তাদের আন্দোলন হচ্ছে মানুষ খুন করা। ভোট পাবে না বলে বিএনপি নির্বাচনে না গিয়ে সরকার উৎখাত করে ক্ষমতা দখল করতে চায়।