তরুণরা এগিয়ে আসলে যৌতুক প্রথা জাদুঘরে যাবেঃ আল্লামা আবুল কাশেম নূরী

মুঃবাবুল হোসেন বাবলাঃ০২জুলাই

যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনের পুরোধা ও দেশব্যাপী যৌতুক বিরোধী আন্দোলনের রূপকার আল্লামা
আবুল কাশেম নূরীর অনুপ্রেরণায় প্রসিদ্ধ ইসলামী নাশিদ শিল্পী ও সংগঠক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী
যৌতুকমুক্ত ও প্রচলিত বরযাত্রী খাওয়াবিহীন বিবাহ সম্পাদন করেছেন।

বুধবার বাদে আছর চট্টগ্রামের অক্সিজেনস্থ রজভীয়া নূরীয়া খানকাহ্ধসঢ়; শরীফে স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে এ বিয়ে
অনুষ্ঠিত হয়। ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহের আকদ পড়ান আহলে সুন্নাতের কেন্দ্রীয় মহাসচিব ও
আন্ধসঢ়;জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ
আবুল কাশেম নূরী (মু.জি.আ)।

এ সময় চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মাছুমুর রশীদকে যৌতুকমুক্ত বিয়ে করায় স্বাগত জানান এবং ফুল-ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান। যৌতুক মুক্ত বিয়ে প্রসঙ্গে আল্লামা আবুল কাশেম নূরী বলেন, আমি দীর্ঘ একযুগ ধরে যৌতুকের বিরুদ্ধে সাংগঠনিকভাবে যে আন্দোলন সংগ্রাম করে আসছি মাছুম তাঁর সফল সারথী।
আজ মাছুমের যৌতুকমুক্ত বিয়ের মাধ্যমে যৌতুক বিরোধী আন্দোলনে নতুন মাইলফলক যুক্ত হলো।

যৌতুকের মত সামাজিক অনাচারের বিরুদ্ধে তরুণদের এভাবে এগিয়ে আসতে হবে এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে যৌতুকের করালগ্রাস থেকে নিপীড়িত পরিবারগুলোকে রক্ষা করতে হবে। আকদ পূর্ববর্তী শুভেচ্ছা বিনিময়কালে কলামিস্ট ও রাজনীতিক ড. মাসুম চৌধুরী বলেন, সামাজিক ক্যানসার যৌতুকের প্রতি উন্নাসিকতা প্রদর্শন করে সংগঠক মাছুম তরুণদের জন্য উদাহরণ সৃষ্টি করেছে।

এভাবে তরুণ প্রজন্ম যৌতুকের বিরুদ্ধে সচেতন হয়ে সোচ্চার হলে যৌতুককে খুব শীঘ্রই জাদুঘরে প্রেরণ করা যাবে। জননেতা আলহাজ¦ নঈমুল ইসলাম যৌতুক, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে আল্লামা নূরীর আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, আলেম সমাজ সোচ্চার হলে সমাজ থেকে যাবতীয় কুসংস্কার ও কুপ্রথা দূরীভূত হয়ে যাবে। সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে আল্লামা নূরী আলেম সমাজের রোল মডেলে পরিণত হয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।

উক্ত আকদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলামিস্ট ড.মাসুম চৌধুরী, কাজী মাওলানা সোলাইমান চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল, পীরজাদা আল্লামা মুদাচ্ছের হাশেমী, শাহ্ধসঢ়;জাদা কাযী আবুল ফোরকান হাশেমী, অধ্যক্ষ রফিক আহমদ ওসমানী, কনের পিতা জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রবীণ শিক্ষক আল্লামা জহুরুল আনোয়ার, আল্লামা ইউনুচ রজভী, আলহাজ্ব কাজী ফোরকান রেজা, আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, আলহাজ্ব মুখলেছুর রহমান,
আলহাজ¦ কামাল উদ্দিন, আলহাজ¦ মনছুর উদ্দিন আহমেদ, সাংবাদিক আলী আক্কাস নূরী, সাংবাদিক এম এ হোসাইন, সাংবাদিক বেলাল উদ্দিন, মেম্বার মুুহাম্মদ আলী, মাওলানা মুহাম্মদ আলী, আলহাজ্ব নূরুল হক
কোম্পানী, আলহাজ্ব আব্দুর রশিদ দৌলতী,

শাহজাদা মহিউদ্দিন জিলানী, মুুহাম্মদ আবুল হাসান, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ জামাল, মুহাম্মদ ইফতেখারুল ইসলাম, প্রবাসী মনছুর আলম জিহান, মুুহাম্মদ জাকারিয়া, মুুহাম্মদ নুরুল হায়দার, মাওলানা আব্দুল কাদের রজভী, শায়ের এনামুল হক এনাম, মাওলানা আবুল হাস্ধসঢ়;সান নূরী, মুুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মাদ মামুনুর রশিদ, এস এম ইকবাল বাহার, শায়ের ছালামত রেজা, শায়ের বাহা উদ্দিন, মুুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ
হায়দার, মুহাম্মদ আমান উল্লাহ্ধসঢ়;, মুুহাম্মদ জাহেদ, মুহাম্মদ শাহীন সুজন, মুহাম্মদ আল-আমীন,
মুহাম্মদ বরাত প্রমুখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ