ট্রলার ডুবি,সাভারে’১০ গরুর মৃত্যু

রাজধানী ঢাকার অদূরে সাভারের বংশী নদীতে গরু বোঝাই ট্রলার ডুবে ১০টি গরু মারা গেছে। তবে ট্রলারের মাঝি ও বেপারীরা সবাই সাঁতরে তীরে উঠতে পেরেছেন।

শনিবার (১০ আগষ্ট) দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় বংশী নদীতে এ দূর্ঘটনা ঘটে। বেপারীরা ট্রলারে করে ৪০টি গরু নিয়ে মানিকগঞ্জের সিংগাইর থেকে গাবতলীর পশুর হাটে যাচ্ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি ট্রলারে করে ৪০টি গরু হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো। নদীপথে ট্রলারটি সাভারের ব্যাংক টাউনের পাশে পৌছালে হঠাৎ উল্টে যায়। এতে পানিতে ডুবে মারা যায় ১০টি গরু।
এসময় ট্রলারে থাকা লোকজন ও গরু বিক্রেতারা সাঁতরে তীরে উঠে যায় এবং অন্যান্য গরু গুলোকেও উদ্ধার করা হয়। পরে মরা গরু গুলোকে নদীতে ভাসিয়ে দেয়া হয়।

ভুক্তভোগী এক গরু ব্যবসায়ী জানান, ট্রলার ডুবে তাদের ১০টি গরু মারা গেছে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম সায়েদ ট্রলার ডুবিতে গরু মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ