টাঙ্গাইলে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন’র নিজস্ব অর্থায়নে তিন শতাধিক  শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইল জেলা যুবলীগের আয়োজনে অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের নিজস্ব অর্থায়নে শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে পৌরসভার ১৮ নং ওয়ার্ডের সাবালিয়া কেন্দ্রীয় নাট মন্দিরে ৩ শতাধিক শীতার্থদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের  প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য খন্দকার কামরুল হাসান, জেলা যুবলীগের সহ-সম্পাদক সোহেল রানা , স্থানীয় পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান প্রিন্স,  জেলা ছাত্রলীগের সাবেক নেতা বাসুদেব ঘোষ প্রমুখ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্র্র্র্রতিনিধি

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ