টাঙ্গাইলের কালিহাতীতে বিনা ফসলের উদ্ভাবিত জাতসমূহের চাষাবাদ কৌশল এবং বিনা লেবু-১এর চারা বিতরণ শীর্ষক এক কর্মশালার আয়োজন হয়।উদ্যানতত্ত্ব বিভাগ বাংলাদেশ পরমাণুু কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিনা)’র আয়োজনে পারমানবিক ও উন্নত প্রযুক্তির মাধ্যমে উদ্যানতাত্ত্বিক ফসলের গবেষণা ও ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ কর্মসুচির অর্থায়নে শনিবার দিনব্যাপি উপজেলার আগচারান গ্রামের কৃষকদের নিয়ে এ কর্মশালার আয়োজন হয়।
বিভাগীয় বিনা ময়মনসিং উদ্ভিত প্রজনন বিভাগ প্রধান, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.শামছুন্নাহার বেগমের সভাপতিত্বে ওই অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন,বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম ।বিশেষ অতিথি ছিলেন,কৃষি সম্পসারণ অধিদপ্তরের টাাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মো.আহসানুল বাসার, বিনা ময়মনসিংহ উদ্যানতত্ত্ব বিভাগীয় প্রধান,কর্মসুচি পরিচালক এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.রফিকুল ইসলাম,কালিহাতী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সাজ্জাদ হোসেন,উপজেলা নাগরিগ উদ্যোগের প্রধান রওশন আরা লিলি,আগচারান গ্রামের সাজ্জাদ হোসেন আদিল প্রমুখ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি