জেলা প্রশাসনের উদ্যোগে অসহায়-কর্মহীন ১,৭২৭ জনের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ

পটিয়া প্রতিনিধি ও চট্টগ্রাম প্রতিবেদকঃ০১সেপ্টেম্বর

চট্টগ্রাম  জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় কর্মহীন, ১ হাজার ৭২৭ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।  গত ২৯ আগস্ট রবিবার এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী তুলে দেন।

খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ১ কেজি তেল।এ সময় জেলা প্রশাসক বলেন, চলমান করোনাকালীন সময়ে অনেকে কর্মহীন হয়ে পড়েছে। এতে করে লোকজন কষ্টে দিনযাপন করছে। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যাতে এ ক্রান্তীকালীন সময়ে কেউ অভুক্ত না থাকে সে বিষয়ে সজাগ থাকতে।

তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মতি অসহায় মানেুষের পাশে খাদ্য ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভলান্টিয়ার হিসেবে জেলা প্রশাসনকে সহায়তা করেন তৃণমূল নাট্যদল, বেকার যুব ফাউন্ডেশন, সিপিপি, সার্ক মানবাধিকার সংস্থা, রেড ক্রিসেন্ট, বেটার ফিউচার বাংলাদেশ, পূর্বাশার আলো, শ্বাস ও এমএ ফাউন্ডেশন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ