কর্ণফুলী চরলক্ষ্যা ৩ নং ওয়ার্ডের সৈন্যারবাড়ী শাহী জামে মসজিদ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও মুসল্লিরা।
১৭ জানুয়ারী শুক্রবার জুমার নামাযের পর পর এই প্রতিবাদ ও মানববন্ধন করেন এলাকাবাসী।
এলাকাবাসীর ও মুসল্লিদের দাবি জানায়, গত ১০ জানুয়ারী যে কমিটি গঠন করা হয়েছে তা কোন এলাকাবাসী ও মুসল্লিদের না জানিয়ে করা হয়, যা আমরা বয়কট করি। কমিটিতে সৎ, যোগ্য, নামাজি, এলাকাবাসী, সকল মুসল্লিদের মতামতের মাধ্যমে কমিটি গঠন করার আহ্বান জানান। যাদের কারণে মসজিদের সুনাম রক্ষা হয় ও সম্পদের ক্ষতি, ভূমিদস্যু, দূর্নীতিবাজ এবং আত্মসাৎকারী ব্যতিত কমিটি গঠন করার কথা বলেন তারা।
অপরদিকে যাদের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি। এলাকার ইউপি চেয়ারম্যানও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।