চট্টগ্রামে বৃষ্টির পানিতে ডুবে নিখোঁজ পথচারীর খোঁজ মেলেনি….!

বিশেষ খবরঃ২৬আগস্ট

চট্টগ্রামে বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় পড়ে নিখোঁজ পথচারী ছালেহ আহমেদ (৫০) এর সন্ধান পাওয়া যায়নি। ইতোমধ্যে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পার হলেও তাঁর সন্ধানে ফায়ার সার্ভিসের অনুসন্ধ্যান কাজ অব্যাহত রয়েছে।

গতকাল রাত পর্যন্ত অনুসন্ধান চালায় ফায়ার সার্ভিসের টিম। পরে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ফের তল্লাশী শুরু করে তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, নালায় পা পিছলে পড়ে নিখোঁজ মোঃ সালেহ আহমদ। নগরীর চকবাজার এলাকায় সবজি ব্যবসা করতেন। তার বাড়ি পটিয়া উপজেলার মনসার টেক এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল হাকিমের ছেলে।

.

নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, গতকাল দুপুরে নালায় পড়ে নিখোঁজ ব্যাক্তির সন্ধান অব্যাহত রয়েছে। গতকাল রাত পর্যন্ত আমাদের কাজ চলেছে। আজ ভোর ৬টা থেকে ফায়ার সার্ভিস আবারও কাজ শুরু করেছে। আশপাশে কয়েকশ মিটার পর্যন্ত এলাকায় তল্লাশি চালাচ্ছি। এখনও কোনো সন্ধান মেলেনি। যদি নিখোঁজ ব্যক্তিটির মৃত্যুও হয়, সাধারণত ১৮ ঘণ্টা পর মরদেহ ভেসে ওঠার কথা। কিন্তু আজ দুপুর পর্যন্ত কোনো খোঁজ নেই। সবকিছু মাথা রেখে আমার কাজ চালিয়ে যাচ্ছি।

ভিডিও-

তিনি বলেন, নালায় উদ্ধার অভিযান চালাতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে। নালা ময়লা আবর্জনায় ভর্তি। এছাড়া বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে। অনেক জায়গায় আবার নালা সংকীর্ণ অবস্থায় রয়েছে। ফলে সব জায়গায় সমানভাবে তল্লাশি চালানো যাচ্ছে না। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ৩ সদস্যের একটি ডুবুরি দল এবং বেশ কয়েকজনের উদ্ধারকারী দল কাজ করছে।

উল্লেখ্য মঙ্গলবার রাতভর চট্টগ্রামে ভারী বৃষ্টির কারণে বন্দর নগরীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। এর মধ্যে বুধবার সকাল ১১টার দিকে মুরাদপুর মোড়ে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন ছালেহ আহমেদ নামে ওই পথচারী। এর পর থেকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস টিম।

বৃহস্পতিবার এই রিপোট তৈরি করার আগ পর্যন্ত নিখোঁজ পথচারীর খোঁজ পাইনি কেউ।

তথ্য চিত্রঃ সংগৃহিত

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ