স্টাফ রিপোটারঃ১০জুলাই
গত২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৯০৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬০৩ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ৪৩৬ জন ও উপজেলার ১৬৭ জন। এনিয়ে চট্টগ্রামের মোট আক্রান্তের সংখ্যা হলো ৬৪ হাজার ২৯৯ জন। চট্টগ্রামে শুক্রবার করোনা আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
এনিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৭৫৭ জন। শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, চবি ল্যাবে ৭১ জন, বিআইটিআইডি ২০৭ জন, চমেক ল্যাবে ৫৯ জন, সিভাসু ল্যাবে ৭৩ জন শনাক্ত হয়।
ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষা ৫৯ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৮৯টি নমুনা পরীক্ষায় ২৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষায় ২২ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২০ টি নমুনা পরীক্ষায় ৯ জন, এবং এন্টিজেনে ৮৮ টি নমুনা পরীক্ষায় ৩৩৪ জন ও এপিক হেলথ কেয়ারে ৬৯ জনের নমুনা পরীক্ষায় ৪০ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে।
উপজেলায় ১৬৭ জনের মধ্যে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ১ জন, পটিয়া ২ জন, বোয়ালখালী ১০ জন, রাঙ্গুনিয়া ২৯, রাউজান ২৮ জন, ফটিকছড়ি ২০ জন, হাটহাজারী ২০ জন, সীতাকুণ্ড ২৬ জন, মিরশ্বরাই ৩৬ জন ও সন্দ্বীপ ৪ জন।