নিজস্ব প্রতিবেদকঃ১০জুলাই
নগরীর বন্দর থানাধীন পশ্চিম গোসাইলডাঙ্গা এলাকায় গলায় ফাঁস দিয়ে আছমা বেগম (৩৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার (৯ জুলাই) রাত ৯টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক শীলব্রত বড়ুয়া।মৃত আছমা বেগম পশ্চিম গোসাইল ডাঙ্গা এলাকার নাছির উদ্দীন কন্ট্রেকটারের ভাড়া বাসার বাসিন্দা মঙ্গু মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
মৃত আছমা বেগমের স্বামী মঙ্গু মিয়া জানান, তার স্ত্রীর মানসিক সমস্যা ছিল । এই কারণেই নিজ ভাড়া বাসায় গলার ওড়না পেছেয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে । ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়।