দক্ষিণ এশিয়ার দেশ বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের হাজী সাহেবানগণের হজ্ব সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০১৯ সালের হজ্ব ব্যবস্থাপনা সুষ্টু এবং সুচারুরূপে সম্পাদনের জন্য দেশের ঐতিহ্যবাহী হাজী সেবা প্রতিষ্ঠান মেয়র হজ্ব কাফেলা ট্যুরস্ এন্ড ট্রাভেলসকে সেরা কর্মক্ষমতা প্রশংসাপত্র প্রদান করেছেন ২০নং মোয়াল্লেম সৈয়দ হাশেম সিল্লী।
আজ ২৬শে আগস্ট সোমবার স্থানীয় সময় বেলা ১২ টায় মক্কা শরীফস্থ ২০নং মোয়াল্লেমের কার্যালয়ে এ প্রশংসাপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য এ বছর ২০নং মোয়াল্লেমের মাধ্যমে প্রায় ৪৩০০ জন হাজী সাহেবান পবিত্র সৌদিআরবে সুষ্টুভাবে হজ্ব পালন কার্যক্রম সম্পাদন করেন।
মেয়র হজ্ব কাফেলা ট্যুরস্ এন্ড ট্রাভেলস এর নির্বাহী পরিচালক আলহাজ্ব খোরশেদ আলম সুজন প্রতিষ্ঠানের পক্ষে এ প্রশংসাপত্র গ্রহন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ হাশেম আব্দুর রহমান সিল্লী, মেয়র হজ্ব কাফেলার পরিচালক শহীদুল ইসলাম, মোঃ ইসমাঈল হোসেন, মোঃ নুর হোসাইন, মোঃ ইউনুছ, মোঃ আব্দুর রহমান প্রমূখ।
বিগত প্রায় ২৬ বছর ধরে মেয়র হজ্ব কাফেলা ট্যুরস্ এন্ড ট্রাভেলস সুনামের সাথে হাজী সাহেবানদের সেবা করে আসছে।