কর্ণফুলী প্রতিনিধিঃ২৬আগস্ট
চট্টগ্রাম র্যাব-৭গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী এলাকায় কতিপয় লোক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান কালে গত ২৪ আগস্ট আনুমানিক রাত্র ১০টার দিকে র্যাব-৭ বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং গ্রুফের ৬সদস্য কে আটক করে।
অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কিশোর গ্যাং লিডার ১। মোঃসোহেল@ধন্না (২৩), পিতা-আবুল হাশেম, সাং-সাইদাইর, ২। সরোয়ার হোসেন (১৯), পিতা-জাফর আহমেদ, সাং-দ্বারক, ৩। মোঃ মোজাম্মেল হোসেন (২১), পিতা-মোঃ আমির হোসেন, সাং- সাইদাইর, ৪। মোঃ মামুন করিম (২১), পিতা-মোঃ আলতাজ মিয়া, সাং-সাইদাইর, ৫। শহীদুল ইসলাম সাকিব (১৮), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-সাইদাইর এবং ৬। মোঃ রিয়াদ (১৮), পিতা-মোঃ জসিম, সাং-বুদরা, সর্বথানা-পটিয়া, জেলা-চট্টগ্রামকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃতদের কাছ থেকে ১ টি এলজিসহ ০২ রাউন্ড গুলি, ০৩রাউন্ড গুলি/কার্তুজ, ৪ টি চাকু উদ্ধার করা হয়।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম-কক্সবাজার,কর্ণফুলী ও পটিয়া থানা এলাকায় মহাসড়কে চলাচলরত যানবাহনে বিভিন্ন ধরণের অস্ত্র-শস্ত্রে নিয়ে ভয়ভীতি প্রদর্শন পূর্বক ডাকাতি করে এবং নিরীহ যাত্রী ওজনগনের কাছ থেকে ছিনতাই সহ নানারূপ অপরাধ প্রবণ কাজ করে।
ধৃত কিশোর লিডার সোহেল@ধন্না, সারোয়ার, মামুন ও সাকিবের বিরুদ্ধে ইতোপূর্বে চট্টগ্রাম জেলা পটিয়া থানায় ডাকাতি ও মারামারির মামলা রয়েছে।
উল্লেখ্য যে, গত ৩০ এপ্রিল ২০২১ তারিখে কিশোর গ্যাং লিডার মোঃ সোহেল@ধন্না দেশীয় অস্ত্র দ্বারা নিজাম উদ্দিন প্রকাশ মধু নামের এক যুবককে নির্মম ভাবে কুপিয়ে হাতের কব্জি আলাদা করে ফেলে এবং তাকে বাঁচাতে আসা আবদুস শুক্কুর (৬৮) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৫৫)’দেরও কুপিয়ে গুরুতর জখম করে।
যাহা পটিয়া থানায় দায়ের করা অভিযোগ-মামলা সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে র্যাবের মিডিয়া অফিসার মোঃ নূরুল আবছার সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।