কর্ণফুলী প্রতিনিধিঃ১০জুলাই
দক্ষিণ চট্টলার কর্ণফুলী উপজেলায় ১২৫০জন অসহায় পরিবার কে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ গতকাল উপজেলার জুলধা ইউপি মিলনায়তনে সম্পন্ন হয়। উপকার ভোগি১২৫০জনের কাছে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃফারুখ চৌধুরী।
ইউপি চেয়ারম্যান মোঃ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি-কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মিসেস শাহীনা সুলতানা।
অন্যান্যর মধ্যে- উপজেলা সহকারী ভূমি কমিশনার সুকান্ত সাহা, প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলাম সহ স্থানীয় সরকার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মকর্তা -নেতা কর্মীরা এসময় উপ স্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা মহামারী করোনায় অসহায় পরিবার কে প্রধানমন্ত্রীর অনুদান পৌছে দিতে পেরে ধন্য মনে করছেন। আর সর্বদা দেশ-সমাজের উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনা কে সম্মান জানিয়ে দান-অনুদান, উপহার স্বচ্ছভাবে সবার নিকট প্রদান করে উন্নত বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহবান করেন।