করোনা সন্দেহ হলে ঘরে বসেই সেরে যাবে করোনা, কী খাবেন

করোনা সন্দেহ হলে ডাক্তারের কাছে না গিয়ে বাসায় বসে চিকিৎসা নিন। জ্বর, ঠান্ডা,কাশির রোগীরা হোম কোয়ারেন্টাইনে থাকুন। হাসপাতালে বা চেম্বারে ভীড় করে অন্যদেরকে ঝুঁকির মুখে ফেলার কোন প্রয়োজন নেই।

চিকিৎসা

>Tab. Napa Extend (665mg) or. ACE

১+১+১-ভরা পেটে,জ্বর,ব্যাথা থাকে,প্রয়োজন মতো…

>Tab. Fenadin (120mg),

০+০+১=৭ দিন

> Tab. Dexlan (30mg)

১+০+১ খাবারের ৩০ মিনিট পূর্বে

> Tab. Ceevit/Vasco (250mg)

১+০+১….–২ সপ্তাহ

> Antazol Nasal drop

১ ফোটা,২ নাকের ছিদ্রে,দিনে ৩ বার

> or saline

উপদেশ:

ঘরে অবস্থান করুন

প্রচুর পানি পান করুন

সবুজ ফলমূল খান

মাস্ক ব্যবহার করুন

হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন

পরিষ্কার – পরিচ্ছন্নতা বজায় রাখুন

ঘরে বসেই ফ্রেশ জুস পান করুন

এসবে এমনিতেই সেরে যাবে করোনা। রোগ যাতে অন্যত্র না ছড়ায় সেদিকে খেয়াল রাখুন, নিজেই ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ