করোনা সচেতনামূলক কার্যক্রমে ইপিজেড পুলিশ

হোসেন বাবলাঃ৮মে

সাম্প্রদিক কালে দেশব্যাপি বয়ে যাওয়া কোভিড১৯ এর সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে  নগরীর ইপিজেড থানার উদ্যোগে  বন্দরটিলাস্থ  দারুস সালাম মসজিদে কোভিড১৯, মাস্কের ব্যবহার, থানায় আগতের সেবা এবং ছেলে মেয়েদের মাদকাসক্তের বিষয়ে সচেতনামূলক বক্তব্য প্রদানসহ মাস্ক বিতরণ কার্যক্রম সূচনা করেন থানার ওসি তদন্ত মোঃহোসাইন, সেকেন্ড অফিসার(উপ-পরিদর্শক) মোঃ সাজেদুল ইসলাম(সাজেদ কামাল)সহ অন্যান্য সিনিয়র এস.আই সহ কমিউনিটি -বিট পুলিশিং কমিটির নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

এছাড়া  থানার উদ্যোগে কোভিড১৯ এর ২য় ঢেউ মুখাবেলা কালে সিএমপি কমিশনারের নির্দেশে ওসার্বিক সহায়তায় ঘর বন্দি অসহায়-হতদরিদ্র মানুষ কে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন ওসি উৎপল বড়ুয়া নির্দেশ ক্রমে টিম ইপিজেড পুলিশ।আর মানবিক সংগঠন ওপুলিশ সদস্যরা নিরালস সেই কাজ আজ অবধি করে যাচ্ছে। আগামীতেও প্রাকৃতিক যেকোন দূর্যোগে টিম ইপিজেড পুলিশ সেবা অব্যাহেত থাকে বলে প্রতিবেদক কে জানিয়েছেনসেকেন্ড অফিসার মোঃ সাজেদুল ইসলাম।সংবাদ সূত্রঃএফবি(epz police),চট্টগ্রাম।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ