করোনায় অসহায় শ্রমিকদের পাশে চট্টগ্রাম মহানগর বাস- মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন

প্রেস বিজ্ঞপ্তীঃ১২জুলাই

চট্টগ্রাম মহানগর বাস- মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজিঃ-চট্ট-১৭৯’র অধীনস্থ ২৫০শ্রমিক ও খেটেখাওয়া ৩০০ জন  মানুষের  মাঝে খাবার বিতরন কার্যক্রম অদ্য ১২জুলাই নগরীর কোতোয়ালী সহ মহানগর অফিস এলাকায় সম্পন্ন করেন।

এসময় বাস- মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক নেতা  মোঃনুরুল ইসলাম,আব্দুল মালেক ( মানিক),মোঃ সুমন,মোঃ সেলিম , আব্দুর রহিম সহ চট্টগ্রাম মহানগর, আঞ্চলিক ওআন্তঃজেলা কমিটি ও শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খাবার বিতরণ কালে নেতৃবৃন্দরা বলেন,এই লকডাউনে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা, আজ  ৯ম দিনে খাবার বিতরন কর্মসূচি চলমান রাখার লক্ষে  সকল মালিক ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার  অনুরোধ জানিয়েছেন।

তাদের কাজে সাহার্য্য পাঠাবার জন্য  ০১৮২৩-৮৩৪২১০নম্বরে বিকাশ বা সরাসরি জেলা, নগর ও আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ