সব বয়সীরাই আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। যাদের বয়স ৩০ বা ৪০ তারাও কমবেশি কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন। এই বয়সীদের অনেকেই জটিল কোনো রোগ না থাকা সত্ত্বেও সংক্রমিত হওয়ার পর হঠাৎই স্ট্রোক করছেন।
বুধবার (২২ এপ্রিল) এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা। সিএনএন অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রে দেখা গেছে, রক্ত অস্বাভাবিকভাবে জমাট বেধে যাচ্ছে। পরিণতিতে তাদের স্ট্রোক হচ্ছে।
নিউইয়র্কের মাউন্ট সিনাই হেলথ সিস্টেমের নিউরোসার্জন ডা. টমাস অক্সলে ও তার সহকর্মীরা চিকিৎসা দিয়েছেন এমন পাঁচজন করোনা আক্রান্ত রোগীর বিস্তারিত তুলে ধরেছেন তারা। তাদের প্রত্যেকের বয়স ছিল ৫০ এর নিচে।
অক্সলে বলেন, করোনায় আক্রান্ত অনেকের বড় শিড়ায় রক্ত জমাট বেধে যাচ্ছে। এর ফলে মারাত্মক স্ট্রোক হচ্ছে আক্রান্তদের। গত দুই সপ্তাহে তুলনামূলক কম বয়সীদের মধ্যে স্ট্রোকের হার বেড়ে গেছে। তাদের আগে কখনও স্ট্রোকের ইতিহাস নেই। যে পাঁচজনের কথা ওপরে বলা হয়েছে তারা করোনায় আক্রান্ত হলেও বাড়িতেই ছিলেন। স্ট্রোক করার পরই তারা হাসপাতালে এসেছেন।