করোনাভাইরাসে চট্টগ্রামে বৃদ্ধ বাবার পর এবার ছেলেও আক্রান্ত

চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। প্রথম আক্রান্ত হওয়া ৬৭ বছরের বৃদ্ধের ছেলের দেহে এবার রোগটি পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো দুইজনে।

চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির রোববার (৫ এপ্রিল) রাত ৮টায় বিষয়টি নিশ্চত করে বলেন, চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। তার বয়স ২৫ বছর। এর আগে করোনা শনাক্ত হওয়া ওই পরিবারের সদস্য।

তবে, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, চট্টগ্রামে আক্রান্ত ব্যক্তির ছেলের করোনা পরীক্ষা নিয়ে কনফিউশন আছে। তাই দ্বিতীয়বারের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। যদি তার রিপোর্ট পজিটিভ আসে। তাহলে সে চট্টগ্রামে করোনায় আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি বলে গণ্য হবে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পরপরই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় লকডাউন করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ