এবার বিয়েতে বিশ হাজার টাকা জরিমানা করলেন হাটহাজারী চিকনদন্ডী ইউপিতে

বিশেষ প্রতিনিধির খবরঃ০৯জুলাই

হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে কঠোর বিধি নিষেধ অমান্য করে বাড়ির ছাদে বিয়ের  আয়োজন করায় পাত্রী পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 গতকাল বৃহস্পতিবার দু্পুরে বিয়ে উপলক্ষে একশজন মানুষের খাবার আয়োজন করে কনে পক্ষ।

পুলিশ জানায়, কঠোর লকডাউন অমান্য করে চিকনদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুগীরহাট সংলগ্ন শমছু পুকুরপাড় আব্দুল গফুর সওদাগর বাড়ির ছাদে প্যান্ডেল তৈরি করে বিয়ের আয়োজন করে কনে পক্ষ।

বিয়ে উপলক্ষে বরযাত্রীসহ ১০০ জনের বেশি লোকের খাবার রান্না হয়। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালনা করে কনে পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ বলেন, চলমান কঠোর লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করায় কনে পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিয়ের অনুষ্টান বন্ধ করে দেওয়া হয়।

এলাকাবাসী সূত্রে আরো জানা গেছে যে, বিয়ের মূল পর্ব(আকদ) অনুষ্ঠান আরো ১/২মাসে আগে সম্পন্ন হয় স্থানীয় একটি মসজিদে। আজ কে শুধু বর পক্ষ ছোট্ট পরিসরে আপ্যায়ন করে কনে বিদায় ও বৌ-ভাতের আয়োজন কনের নিজ বাড়ীতে। যাহাতে  ইউপির সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রিট এসে বন্ধ করেন ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ