ক্যাপশন নিউজঃ বাবলা(৩০মে)
মাত্র ১০০ টাকায় হয়ে যায় পুরো পরিবারের খাবার!! অবিশ্বাস্য হলেও এটাই সত্য আমাদের এই খাবার প্রজেক্টে।
আপনার শেয়ার করা প্রতি শত টাকা নিশ্চিত করে স্বামী স্ত্রী ও সন্তানের এক বেলার খাবার। খাবারে ভর্তি এমন বক্সে প্রতিদিন আহার হয় শত শত পরিবারের। পাগলামি করে শুরু করা এই প্রজেক্টের মাধ্যমে এতো মানুষের আহার হবে, সেটা স্বপ্নেও ভাবিনি কোনদিন।
এক টাকায় আহার এখন আর আমাদের একার পাগলামি নয়। এই কাজে এখন যুক্ত আছে দেশ বিদেশের হাজার হাজার বাঙ্গালী যারা মানুষকে খাওয়ানোর মাঝেই সুখ খুঁজে পান।
আর এমন মানুষগুলোর কারণেই গত পাঁচ বছর ধরে বেঁচে আছে বিদ্যানন্দের এই প্রজেক্টটি। আর সুখ বিলিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের মাঝে।
সূত্রঃ একটাকার আহার / এফ বি থেকে