ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন আনোয়ারায়

আনোয়ারায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন বুধবার (৮ জানুয়ারী) দুপুরে উপজেলার বটতলী রুস্তম হাটে উদ্বোধন করা হয়।

ইসলামী ব্যাংক লিঃ চট্টগ্রাম দক্ষিণ জোনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মো. এয়াকুব আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান আলোচক প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখার ভিপি মিফতাহ উদ্দিন, হালি শহর শাখার ভিপি মো. নাজিম উদ্দিন, আনোয়ারা শাখার এভিপি মো. আবদুল আজিম,হাজি ইমাম সপিং ককপ্লেক্সেও স্বত্বাধিকারী মো. জামাল উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তৌহিদুল হক চৌধুরী বলেন,ব্যাংকিং সেক্টওে ইসলামী ব্যাংক বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। ইসলামী ব্যবস্থায় পরিচালিত এ ব্যাংক মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংক বিরাট ভুমিকা রাখছে। তাই এ ব্যাংকে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ